সিরাজগঞ্জের তাঁত শিল্প

হোমসিরাজগঞ্জের তাঁত শিল্প

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম। হস্ত চালিত তাঁতে বছরে প্রায় ৭০ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয় যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৪০ ভাগ মিটিয়ে থাকে। এ শিল্প থেকে মূল্য সংযোজন করের পরিমাণ প্রায় ১৫০০.০০ কোটি টাকা। বাংলাদেশের হস্ত চালিত তাঁত শিল্প এদেশের সর্ববৃহৎ কুটির শিল্প। সরকার কর্তৃক সম্পাদিত তাঁত শুমারী ২০০৩ অনুযায়ী দেশে বর্তমানে ৫ লক্ষাধিক হস্তচালিত তাঁত রয়েছে তন্মধ্যে সিরাজগঞ্জ জেলাতে রয়েছে ১ লক্ষ ৩৫ হাজারের অধিক। মহিলাদের অংশগ্রহণ সহ গ্রামীণ কর্মসংস্থানের দিক থেকে এর স্থান কৃষির পরে দ্বিতীয় বৃহত্তম। দেশের প্রায় ১৫ লক্ষ লোক পেশার ভিত্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সাথে জড়িত।

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যূষিত এলাকা। এ জেলা তাঁত বস্ত্র উৎপাদনের জন্য অত্যন্ত সুপরিচিত। সিরাজগঞ্জ জেলার সাথে তাঁতের নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সিরাজগঞ্জ জেলায় তাঁতী পরিবারের সংখ্যা মোট ১৪,৮৭০ এবং তাঁত সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৫ হাজারের অধিক। প্রতিবছর এ জেলায় হস্ত চালিত তাঁত থেকে প্রায় ২৩ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়ে থাকে। এছাড়া এ শিল্প সিরাজগঞ্জ জেলায় প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ জেলার তাঁতীরা শাড়ী, লুঙ্গি, গামছা, থান কাপড়, থ্রি পিচ, গ্রামীণ চেক সহ বিভিন্ন প্রকার বস্ত্র উৎপাদন করে থাকে।

সিরাজগঞ্জের তাঁত শিল্প

ক্রম উপজেলা তাঁতী
পরিবার
চালু তাঁত
সংখ্যা
বন্ধ তাঁত
সংখ্যা
মোট তাঁত
সংখ্যা
সিরাজগঞ্জ সদর ১,৯৯৭ ১১,৫৩৮ ৪,৩৭৮ ১৫,৯১৬
বেলকুচি ৩,৫১২ ২৫,১৯৫ ১৪,৪১৯ ৩৯,৬১৪
কামারখন্দ ৫৫৭ ৩,১৯২ ২৩৮ ৩,৪৩০
কাজিপুর ২২৫ ১,৩৪৪ ৩৩৫ ১,৬৭৯
তাড়াশ ০৩ ০৮ ০১ ০৯
শাহজাদপুর ৪,৯৬১ ৩৪,৬৪৪ ১৩,১৯৫ ৪৭,৮৩৯
চৌহালী ৬২৯ ৩,৯৯১ ২,৪৯১ ৬,৪৮২
উল্লাপাড়া ১,৮৮৬ ১১,০৫৭ ৩,৭৮৮ ১৪,৮৪৫
রায়গঞ্জ ৮৫৫ ৩,৯৮৮ ১,৫৯৩ ৫,৫৮১
মোট ১৪,৬২৫ ৯৪,৯৫৭ ৪০,৪৩৮ ১,৩৫,৩৯৫

source http://www.sirajganj.gov.bd/