ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট -এসইপি এর আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মান সম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’’এর আওতায় তাঁত সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্ষুদ্র ঋণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মীদের যৌথ কর্মশালা এনডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রথম পর্বে কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্পের সার্থক বাস্তবায়নে দিক নির্দেশনা ও দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জনাব মোহাঃ শাহ্ আজাদ ইকবাল, পরিচালক কর্মসূচী,এনডিপি।এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান প্রকল্পের কাজের অগ্রগতি, বাস্তবায়নাধীন কর্মকান্ডসমূহ,কর্মকান্ড বাস্তবায়নের উপায় উপস্থাপন করেন।রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মাসুম বিল্লাহ,রিপোর্টিং ও ডকুমেন্টেশনের সাধারন ধারনা,ঋণ গ্রহীতার প্রোফাইল,বেইজলাইন,অঙ্গীকার নামা,কর্মী ভিত্তিক রিপোর্ট,শাখা ভিত্তিক রিপোর্ট,শাখা ভিত্তিক ডাটাবেজ তৈরী,ছবি সংগ্রহ এর উপর আলোচনা করেন। পরিবেশ কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান,পরিবেশ কার্ড বিতরণ ও মনিটরিং,এনভায়রনমেন্ট প্র্যাকটিস ট্র্যাকারের পরিচিতি, এনভায়রনমেন্ট প্র্যাকটিস ট্র্যাকার পূরণ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। কে.এম শহিদুল ইসলাম,সহকারী পরিচালক-ঋণ সহায়তা কর্মসূচী, প্রকল্পের আওতায় বাস্তবায়নাধী রাজস্ব আয় বহির্ভূত কর্মকান্ডসমূহের সার্থক বাস্তবায়নে সমন্বয়,কর্মকান্ড বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ উত্তরণের কৌশল,ঋণ সহায়তা কার্যক্রম ত্বরানি¦ত করণের উপায় বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রশিক্ষণ মূূল্যায়ন ও সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক-ঋণ সহায়তা কর্মসূচী।উক্ত প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম,মোঃ ওমর ফারুক, এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম,মোঃ মাহফুজার রহমান,মোঃ মিজানুর রহমান,মোঃ আজহার আলী,মোঃ রফিকুল ইসলাম,এনডিপি এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ফাইনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার আটটি (বাগবাড়ী,কাটাখালী,সয়দাবাদ,ফুলকোচা,বাগবাটি,তামাই,বেলকুচি,দৌলতপুর) শাখার শাখা ব্যবস্থাপক সহ ৩২ জন মাইক্রো ক্রেডিট অফিসার। কর্মশালার পরিচালনা করেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান।